Eastmedinipur

May 08 2023, 17:31

*৫ টি দেশ ও ৭ টি রাজ্যে বৃক্ষরোপনে অভিযান শুরু কাঁথির শিক্ষক শ্যামল জানার*


কাঁথি: সঙ্গে ঝোলা চলল ভোলা। না একনো গল্প কথার ভোলা নয়। সত্যিকারের ভোলা। কাঁথির সমাজসেবী শিক্ষক শ্যামল জানা। সবুজের অভিযানে বারে বারে এগিয়ে এসেছেন। এবার কাঁথি শহর সহ নিজের জেলা ছাড়িয়ে অন্য জেলা সহ ভিন দেশেও চললেন বৃক্ষ রোপনে। কি শুনে অবাক হলেন এমনই কান্ড ঘটাতে চলেছেন কাঁথির শিক্ষক শ্যামল জানা। ভারতের ৫ টি প্রতিবেশী রাষ্ট্র নেপাল ভুটান বাংলাদেশ মায়ানমার ও শ্রীলঙ্কায় বৃক্ষ রোপন করার স্বপ্নে তিনি আজ বেরিয়ে পড়লেন ঘর ছেড়ে। অন্যদিকে উত্তর-পূর্ব ভারতবর্ষের সাত বোন খ্যাত সাতটি রাজ্য আসাম, অরুণাচল প্রদেশ ,মেঘালয়, মনিপুর, মিজোরাম নাগাল্যান্ড, ত্রিপুরাতেও তিনি বৃক্ষরোপণ করবেন।

তিনি যেন সমাজের কাছে সবুজের ফেরিওয়ালা।

সবুজের বার্তা দিতে তার হাতে সব সময় থাকে এক গ্রীন কার।যাতে থাকে বট বৃক্ষ। তিনি জেলার সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে লাগিয়েছেন বট বৃক্ষ। কলকাতার ইডেন গার্ডেনের পাশে তিনি লাগিয়ে ফেলেছেন বটবৃক্ষ।

শিক্ষক শ্যামল বাবু অসহায় মানুষের পাশে বারে বারে দাঁড়ান বিভিন্নভাবে। সাহায্যের হাত বাড়িয়ে দেন অবলা প্রাণী থেকে সাধারণ মানুষদেরও। তিনি বানিয়েছেন বাপের হোটেল থেকে ফ্রি বাজার। জীবনের স্বপ্ন ও ৫ হাজার বটবৃক্ষ রোপন করবেন। তার মধ্যে পশ্চিমবঙ্গের তেইশটি জেলায় বটবৃক্ষরোপণ করেছেন তিনি। পরবর্তী লক্ষ ভারত বর্ষের সমস্ত রাজ্য ও কেন্দ্রীয় সংস্কৃত অঞ্চল সহ প্রতিবেশী রাষ্ট্র সমূহে বটবৃক্ষ রোপণ করা। মোট ৩০ টি বট বৃক্ষরোপণ করে জল সংরক্ষণ, শান্তির বার্তা, ধন্যবাদ জ্ঞাপন ও ভারতবর্ষের বীর স্বাধীনতা সংগ্রামীদের স্যালুট জানানোর জন্য এই সফর।

শিক্ষক হিসেবে গরমের ছুটি কে কাজে লাগিয়ে তিনি বৃক্ষ রোপণে বেরিয়েছেন। শ্যামল বাবুর মত আমাদেরও এগিয়ে আসতে হবে সমাজের জন্য দেশের জন্য দশের জন্য। গাছ লাগান প্রাণ বাঁচান। এই অমোঘ সত্যি কথাটি যেদিন আমরা বুঝতে পারব সেদিন কতটা দেরি হবে তা সময় বলবে।

Eastmedinipur

May 08 2023, 12:18

*ময়নায় বিজেপি নেতা খুনের ঘটনায় গ্রেওতারের সংখ্যা বেড়ে সাত*


ময়নার বাকচা গ্রামে বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভূঁইয়ার খুনের ঘটনায় রবিবার রাতে হলদিয়া থেকে তিনজনকে গ্রেপ্তার করে ময়না থানার পুলিশ ‌। শ্যামপদ মন্ডল, মধুসূদন সাউ এবং সাগর মন্ডল নামে তিনজনকে পুলিশ গ্রেফতার করে। সোমবার তাদের তমলুক জেলা আদালতে নিয়ে যাওয়া হয়।

এই নিয়ে তৃণমূলের নেতা কর্মী সহ মোট সাতজনকে গ্রেফতার করা হয়।

Eastmedinipur

May 07 2023, 19:15

সুতাহাটা ব্লক তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল


পূর্ব মেদিনীপুর: চন্ডিপুরে পথ দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় যুক্ত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গ্রেপ্তারের দাবিতে সুতাহাটা ব্লক তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল।চৈতন্যপুর বাজার এলাকায়। উপস্থিত ছিলে তৃণমূলের ব্লক সভাপতি অশোক মিশ্র, জেলা কমিটির সদস্য পার্থ বটব্যাল, প্রাক্তন জেলা যুব সভাপতি অভিষেক দাস সহ অন্যান্যরা।

Eastmedinipur

May 07 2023, 15:23

*ঘূর্ণিঝড় মোকার পূর্বাভাস, দিঘার উপকূল পরিদর্শনে জেলাশাস, চিন্তায় ব্যবসায়ীরা*


দিঘা: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোকা। বাংলাদেশও উড়িষ্যা উপকূল এলাকায় ওপর দিয়ে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এমনটাই পূর্বাভাস রয়েছে হাওয়া অফিসের তরফ থেকে।

ল্যান্ড ফল কোথায় হবে? তা এখনো পর্যন্ত নির্দিষ্ট নয়। পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র উপকূল এলাকাগুলিতে প্রশাসনের তরফ থেকে প্রাথমিকভাবে নজরদারি শুরু হয়েছে।দফায় দফায় প্রশাসনের তরফ থেকে প্রাথমিক মিটিং ও পরিদর্শন করছেন জেলার আধিকারিকরা।

এই মুহূর্তে সমুদ্র উপকূল এলাকাগুলিতে প্রশাসনের তরফ থেকে তেমন কোন নির্দেশিকা জারি হয়নি বলে খবর।এদিন পূর্ব মেদিনীপুর জেলার শাসক পূর্ণেন্দু মাঝি সমুদ্র উপকূল এলাকার লাগোয়া ঝড়ের রেসকিউ সেন্টার রয়েছে সেগুলোতে ঘুরে দেখেছেন। ঘূর্নিঝড় মোকার পূর্বাভাসের কারনে দিঘায় কম পর্যটকের সংখ্যা চিন্তা পড়েছে ব্যবসায়ীরা। রবিবার ছুটির দিনেও নেই পর্যটকের ভীড়৷ পূর্বাভাসের কারনে পর্যটক কম বলে মনে করা হচ্ছে।

Eastmedinipur

May 07 2023, 14:43

*চন্ডিপুরে মৃত যুবক ইসরাফিলের পরিবারের হাতে অর্থ তুলে দিলো বিধায়ক সোহম চক্রবর্তী*


চন্ডিপুর: গত বৃহস্পতিবার রাতে রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর কনভয়ের গাড়ির ধাক্কায় চন্ডিপুর ব্লকের ভৈরবপুর গ্রামের সেক ইসরাফিলের মৃত্যু হয়। তৃণমূল নেতৃত্বরা মৃত যুবকের পরিবারের পাশে দাঁড়িয়েছিলো। পরিবারকে আর্থিক সাহায্যের কথাও জানিয়েছিলো। সেই মতো দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ পাঁচ লক্ষ টাকা দিয়ে পাশে থাকার আশ্বাস দিলেন স্থানিয় চন্ডিপুর বিধানসভার বিধায়ক সোহমচক্রবর্তী।

এছাড়াও উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলা তৃনমূল যুব কংগ্রেসের সভাপতি সুপ্রকাশগিরি, চন্ডিপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক অমিয়কান্তিভট্টাচার্য এবং ঈশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুনীলকুমার প্রধান সহ চন্ডিপুর ব্লকের নেতৃত্বরা।

বিধায়ক সোহম চক্রবর্তী জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা পরিবারের পাশে থেকে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার কথা দিয়ে ছিলাম। সেই মোতো কিছু অর্থ তুলে দেওয়া হয়। আগামীদিনেও তাদের পাশে থাকবো আমরা। সেই সাথে ঘটনায় জড়িত ব্যক্তিরা যাতে শাস্তি পায় সেদিকেও আমাদের নজর থাকবে।

Eastmedinipur

May 06 2023, 15:07

*ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোকা, ঘূর্ণিঝড় মোকাবিলায় জেলার ব্লকে ব্লকে বিশেষ মোহড়া - জানালেন জেলাশাসক*


দিঘা: আবারও ঘূর্ণিঝড়ের সম্ভবনা। আগে থেকে প্রস্তুত থাকতে চায় জেলা প্রশাসন। তাই শনিবার জেলার প্রতিটি ব্লকে ঘূর্ণিঝড় মোকাবিলার বিশেষ মোহড়ার নির্দেশ দিয়েছেন জেলাশাসক পূর্ণেন্দু মাজি। সম্প্রতি পর পর কয়েক বছর বুলবুল, ফণি, আমফান, ইয়াস প্রভৃতি ঘূর্ণিঝড়ে জেলার উপকূল এলাকা দিঘা, তাজপুর, মন্দারমণি,খেজুরি, নন্দীগ্রাম, হলদিয়া ব্যাপকভাবে ক্ষতির মুখে পড়েছিলো।

পাশাপাশি জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। আবহাওয়া দপ্তরের আগাম ঘূর্ণিঝড়ের বার্তায় জেলার মানুষের পাশাপাশি প্রশাদনও চিন্তায় পড়েছে। ঘূর্ণিঝড় মোকার প্রভাব পড়লে কি কি করতে হবে তা আগে থেকে জেলার মানুষকে অবগতি করার জন্য জেলার ব্লকে ব্লকে বিশেষ মোহড়ার ব্যবস্থা করেছে জেলা প্রশাসন। জেলাশাসক পূর্ণেন্দু মাজি জানান, বছরের বিভিন্ন সময় আমরা ঘূর্ণিঝড় মোকাবিলার মোহড়ার ব্যবস্থা করে থাকি। সামনে ঘূর্ণিঝড় মোকার প্রভাব পড়ার সম্ভবনার কথা শোনা আচ্ছে। তাই এলাকার মানুষ যাতে আতংকিত না হয় তার জন্য আগে থেকে আমরা ব্লকে ব্লকে ঘূর্ণিঝড় এলে সাধারণ মানুষ,প্রশাসনের কি কি করনীয় তা মোহড়ার মাধ্যমে তুলে ধরা এবং আপদকালীন ব্যবস্থা করে রাখা।

সম্প্রতি পর পর ঘূর্ণিঝড়ে রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র দিঘা ধ্বংসস্তূপে পরিনত হয়। সেই দিঘাকে পর্যটক উপযোগী করে তোলে রাজ্য সরকার।বহু অর্থ ব্যয়ের ফলে দিঘা সেজে উঠেছে। সেই দিঘায় পর্যটকদের আনাগোনা বাড়ছে। বাড়ছে ব্যবসা। ছন্দে ফিরছিলো দিঘা। আবার ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পেয়ে চিন্তায় পড়েছে স্থানীয় ব্যবসায়ী থেকে প্রশাসন। যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদার সভা থেকে জানিয়েছেন, রাজ্য সরকারের উদ্যোগে দিঘায় গড়ে তোলা হচ্ছে জগন্নাথদেবের মন্দির। আর সেই মন্দিরের এমন এক প্রকার যন্ত্র লাগানো হয়েছে তাতে ঘূর্ণিঝড় এলেও এলাকায় কোনো ক্ষয়ক্ষতি হবে না। কি ভাবে তা সম্ভব তার বৈঞ্জানিক ব্যাখ্যা যদিও পরিকার নয়। তবে মুখ্যমন্ত্রীর এই ধরনের মন্তব্যের ফলে জেলা তথা দিঘার মানুষজন, ব্যবসায়ীরা মনে স্বস্তি পাচ্ছেন।

এখন দেখার ঘূর্ণিঝড় মোকা বাংলা তথা পূর্ব মেদিনীপুর জেলায় কতটা প্রভাব পড়ে আর তার মোকাবিলায় প্রশাসন কি ভূমিকা পালন করে।

Eastmedinipur

May 06 2023, 09:53

*বৌদির সঙ্গে অবৈধ সম্পর্ক জানতে পারেন স্ত্রী, তার জেরেই খুন সাত মাসের কন্যা সন্তান সহ স্ত্রী,ঘটনাটি মহিষাদলের*


তমলুকের সোনম খাতুন(২৩)এর সাথে ২ বছর আগে বিয়ে হয় মহিষাদলের লক্ষা ১ নম্বর গ্রামের চক গাজীপুরের বাসিন্দা শেখ সলমনের। সাত মাসের একটি কন্যা সন্তান রয়েছে তাদের। শুক্রবার সন্ধ্যে সাতটা নাগাদ সোনম খাতুনের শ্বশুরবাড়ি থেকে ফোন যায় মেয়ের বাবা মঈনুদ্দিন আলীর কাছে। বলা হয় কন্যা সন্তান সহ আত্মহত্যা করেছেন সোনম।

মেয়ের বাড়ি পৌঁছলে তারা দেখেন কন্যাসন্তান সহ মেয়ের মৃতদেহ শোয়ানো রয়েছে। মৃতার বাবা মইনুদ্দিন আলী অভিযোগ করেছেন তার মেয়ের স্বামীর সঙ্গে তার বউদির অবৈধ সম্পর্ক ছিল। সে কথা তার মেয়ে জানতে পেরে যাওয়ায় তার মেয়েকে খুন হতে হয়।অবৈধ সম্পর্কের কথা তারা কিছুদিন পূর্বেই জানতে পেরেছেন। এই সম্পর্কে জেরেই খুন হতে হলো তার মেয়েকে।

ঘটনায় মহিষাদল পুলিশ মৃতার স্বামী সহ ১ জনকে গ্রেফতার করেছে বলে পুলিশ সূত্রে খবর।

Eastmedinipur

May 06 2023, 08:45

*আবারও উতপ্ত ময়না, উদ্ধার বোমা,চাঞ্চল্য এলাকায়*


ময়না : আন্দোলনের অন্যতম না হয়ে উঠেছে ময়না। সেই ময়নায় আবাও উদ্ধার হলো বোমা, জ্বললো আগুন, ভাঙচুর করা হলো বাড়ি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

ময়না থানা এলাকার গোড়ামাহাল এলাকায় উদ্ধার তিনটি তাজা বোমা। নিহত বিজেপি বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়া বাড়ির পাশের এলাকায় পুকুর পাড়ে বোমা গুলি দেখতে পাওয়া যায়। তৃণমূল দুষ্কৃতীরা মজুত করেছে এমনি অভিযোগ বিজেপির। পাল্টা গোড়ামাহাল গ্রামে তৃণমূল কর্মীদের বাড়ি ভাঙচুর করে বিজেপি বলে স্থানীয় তৃণমূল নেতৃতত্বের অভিযোগ।

তৃণমূলের এক নেতার বাড়ি ভাঙচুর করে বাইক জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। যদিও বিজেপির দাবি সাজানো ঘটনা তৃণমূলের। পুলিশ বোমা গুলিকে উদ্ধার করেছে। এলাকায় রয়েছে পুলিশ। কবে এলাকায় ফিরবে শান্তি তার চিন্তায় দিন কাটছে এলাকার মানুষের।

কয়েকদিন আগে বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভূঁইয়াকে অপহরণ করে খুন করা হয়। সেই ঘটনাকে নিয়ে রাজনৈতিক উত্তাল হওয়ার পর আবার বোমা উদ্ধার, আগ্নি সংযোগ ও বাড়ি ভাঙচুরের ঘটনায় নতুন করে অশান্তি সৃষ্টি হয়েছে।শনিবার সকাল থেকে আবার থমথমে হয়ে পড়েছে ময়নার গোড়ামাহাল এলাকা।

Eastmedinipur

May 04 2023, 17:37

*ময়নাগড় কাণ্ডে মূল অভিযুক্তকে আদালতে পেশ*
ময়নায় বিজেপির নেতা খুনের ঘটনায় গ্রেপ্তার তৃণমূল নেতা মিলন ভৌমিকে তমলুক জেলা আদালতে তোলা হলে বিচারক ১৪দিনের পুলিশে হেফাজতের নির্দেশ দেন।ময়না: ময়নায় বিজেপি নেতা খুনের গ্রেপ্তার করা হলো তৃণমূল নেতা মিলন ভৌমিককে। ময়না থানা থেকে তমলুক জেলা আদালতে তোলা হয়। এদিন যখন অভিযুক্ত মিলন ভৌমিককে আদালতে নিয়ে যাওয়া হয় তখন তিনি বললেন আমি নির্দোষ, আমাকে রাজনৈতিকগত ভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।যদি বিজেপি প্রমাণ করে দিতে পারে আমি দোষী তাহলে সমস্ত রকম শাস্তি আমি মাথা পেতে নেব। যখন ঘটনাটি ঘটে আমি বাকচা বাজারে বাজার করছিলাম। ১৫-২০ বছর তৃণমূলের কর্মী ছিলাম আমাকে হারাতে পারেনি বলে বিজেপি এই দোষ দিচ্ছে। মিলন ভৌমিককে তমলুক জেলা আদালতে তোলা হলে বিচারক শ্রুতিরুপা ঘোষ মাজী ১৪দিনের পুলিশে হেফাজতের নির্দেশ দেন।ময়নায় বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভূইয়ার খুনের ঘটনায় মোট ৩৪ জনের নামে অভিযোগ দায়ের হয়েছে। সেই অভিযোগের তালিকায় ২৬ নম্বরে রয়েছে মিলনের নাম। বাকিদের গ্রেপ্তার করতে এতো দেরি করছে কেনো তা দাবি তুলছে স্থানীয়রা।

Eastmedinipur

May 04 2023, 15:59

*হলদিয়া মহকুমা প্রশাসনিক কর্তাদের নিয়ে রিভিউ মিটিংয়ে জেলাশাসক ধমকালেন বিডিওদের, মে মাসের মধ্যে শেষ করতে হবে পথশ্রী প্রকল্পের কাজ,*


মহিষাদল: পথশ্রী থেকে সরকারি প্রকল্পের কাজের কতটা অগ্রগতি হয়েছে তা জানতে বৃহস্পতিবার মহিষাদলের কাপাসএ্যাড়ায় অডিটোরিয়ামে হলদিয়া মহকুমা এলাকার বিডিওদের নিয়ে বিশেষ সমীক্ষা সভার আয়োজন করা হয়। সেই সমীক্ষা সভায় পথশ্রী প্রকল্পের কাজ কতটা এগিয়েছে,কত দিনের মধ্যে শেষ হবে যেমন জানেন জেলাশাসক পূর্ণেন্দু মাজি তেমনি আগামী মে মাসের মধ্যে পথশ্রীর প্রকল্পের কাজ শেষ করা নির্দেশ দেন।

হলদিয়া মহকুমা এলাকার মহিষাদল, সুতাহাটা, হলদিয়া, ও নন্দীগ্রাম- ১ ও ২ ব্লকের বিডিওদের কাছ থেকে সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি কতটা তা জানেন জেলাশাসক। সরকারি প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে হবে। গড়িমসি করা যাবে না বলে সাফ জানিয়েদেন জেলাশাসক।

এদিনের সমীক্ষা সভায় জেলাশাসকের পাশাপাশি উপস্থিত ছিলেন হলদিয়া মহকুমা শাসক সুপ্রভাত চট্টোপাধ্যায়, অতিরিক্ত জেলাশাসক জেলাপরিষদ শ্রেতা আগরওয়াল, জেলাপরিষদের সভাধিপতি উত্তম বারিক, সহ সভাপতি সেখ সুফিয়ান সহ অন্যান্যরা।